শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে সংক্রমণের রেকর্ড ভেঙেই চলেছে, শনাক্ত আরও ৭৮৩, মৃত্যু ১০



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ জুলাই, ২০২১ ১:১৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণে নতুন রোগী শনাক্তে আবারও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চ ৭১৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন উপজেলার ও ২ জন নগরীর বাসিন্দা। আর শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫১০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৭৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৭৫৪ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর