নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ জুলাই, ২০২১ ৮:১০ : অপরাহ্ণ
পরনে বোরকা, মাথায় মুখ ঢাকা হিজাব এবং পায়ে মোজা দেখে যে কেউ ভাববেন তিনি একজন মেয়ে। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়ার পর জানা যায়, তিনি আসলে একজন ছেলে।
লকডাউনে পুলিশের চোখ ফাঁকি দিতে বোরকা পরে বের হয়েছিলেন মো. আলম নামের এক মাদ্রাসা ছাত্র। কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি, ধরা পড়েছেন পুলিশের চেকপোস্টে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলী এলাকা দিয়ে ঢাকায় প্রবেশের সময় তিনি পুলিশের হাতে ধরা পড়েন আলম।
মো. আলম পুলিশকে জানান, যাত্রাবাড়ীতে তার মাদ্রাসা। গত দু’দিন ধরে সেখানে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তাই আজ নিরুপায় হয়ে মায়ের কালো বোরকাটি পরে বেরিয়েছিলেন। তবে যাত্রাবাড়ীর কোন জায়গায় তার মাদ্রাসা সে তথ্য সঠিকভাবে দিতে না পারায় পুলিশ তাকে আটক করেছে।
এ বিষয়ে গাবতলী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমরা যখন চেকপোস্টে ডিউটি করছিলাম বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। তাকে দেখে আমাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি-তিনি আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই বেশ ধরেছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।