শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

২৮ যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ রাশিয়ার বিমান, চলছে তল্লাশি



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ জুলাই, ২০২১ ১২:৩০ : অপরাহ্ণ

২৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে। বিমানটিতে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। বিমানটির খোঁজে দু’টি হেলিকপ্টার এবং একটি উদ্ধারকারী দল তল্লাশী অভিযানে নেমেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এএন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছুক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।

বিমানটি কি ভেঙে পড়েছে , তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এ নিয়ে পরস্পরবিরুদ্ধ বিভিন্ন সূত্র মারফৎ বেশ কয়েকটি দাবি সামনে আসতে শুরু করেছে।

একটি সূত্র দাবি করছে, বিমানটি সমুদ্রে ভেঙে পড়ছে। আবার অন্য সূত্রের দাবি, পালানা শহরে কয়লাখনির কাছে সেটি ভেঙে পড়েছে।

অপর একটি সূত্র বলছে, বিমানটি যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-সেটি নিখোঁজ হয়েছে।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর