শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ জুলাই, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৩.৮৮ শতাংশ।

আজ রোববার (৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল মারা গিয়েছিল ১ হন। শনাক্ত হয়েছিল ২৬২ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২৫ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শহরের ও চারজন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে নগরের ২২৩ জন এবং উপজেলার ১৪৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ৭১৭ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর