শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

টাঙ্গাইলে পিকআপ-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ মৃত্যু ৫



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২১ ১১:০৫ : পূর্বাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। মৃত অপরজন হচ্ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সের চালক।

জানা গেছে, মৃত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন। তবে হতাহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরো ৭ জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর