নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ জুলাই, ২০২১ ১:৪৭ : অপরাহ্ণ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ১০ এপ্রিল চট্টগ্রামে ৫২৩ জনের করোনা শনাক্ত হয়। কিন্তু গত ২৪ ঘণ্টায় অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রোগী শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৯৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৫৬ জন। মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৩১৬ জন এবং মারা গেছেন ৭০৬ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।