শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনা শনাক্তের হার বেড়ে ২৯ শতাংশ, মৃত্যু আরও ১০



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ জুন, ২০২১ ১:০৫ : অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশের বেশি। গতকাল মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১০ জন। এর আগে গত ২৫ এপ্রিল চট্টগ্রামে এক দিনে ১১ ব্যক্তি করোনায় মারা গিয়েছিলেন। দুই মাসেরও বেশি সময় পর মৃত্যুর সংখ্যা আবার ১০-এ পৌঁছলো।

আজ বুধবার (৩০ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৮৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৫ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের চারজন শহরের ও ছয়জন অন্যান্য উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন মোট ৭০১ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর