নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ জুন, ২০২১ ৪:০১ : অপরাহ্ণ
চট্টগ্রামের পতেঙ্গায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১০) ফার্মেসিতে ওষুধের জন্য গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ জুন) দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া এলাকায় একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার (৩০ জুন) ওই ফার্মেসির স্বত্বাধিকারী বিকাশ দে (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরআগে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় অভিযুক্ত বিকাশ দে’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (১০ ধারা) একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ওই স্কুলছাত্রী গায়ে জ্বর নিয়ে দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া এলাকার লীলা ড্রাগ হাউস এন্ড জয় নামে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। ফার্মেসির স্বত্বাধিকারী বিকাশ দে ওই ছাত্রীর জ্বর মাপার জন্য তাকে ভেতরের রুমে নিয়ে যান। জ্বর মাপার সময় তিনি হাত দিয়ে ওই ছাত্রীর বুকে স্পর্শ করতে থাকেন। ওই ছাত্রী তার এই আচরণ বুঝতে পেরে ফার্মেসি থেকে দৌঁড়ে পালিয়ে যান। এরপর সে বাসায় গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানান।
পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম রাজনীতি সংবাদকে বলেন, ফার্মেসির স্বত্বাধিকারী বিকাশ দে ওই ছাত্রীর জ্বর মাপার কৌশলে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে আমরা আসামিকে গ্রেপ্তার করি।