নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ জুন, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নাশকতার বিষয় নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘টেকনিক্যাল দিক থেকে বললে এখানে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বাংসযজ্ঞ হতো। এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এখনও ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।’
সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মগবাজারের ওই ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইজিপি বলেন, ‘সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হবে। বিস্ফোরণের ঘটনা বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখা হবে।’
এ ধরনের বিস্ফোরণ আরো হয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এ ধরনের দুর্ঘটনা একাধিকবার হয়েছে। একটি শনির আখড়ায়, আরেকটি নারায়ণগঞ্জ মসজিদের মধ্যে হয়েছিল।’
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারে শরমা হাউসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত ‘রাখি নীড়’ নামের একটি তিনতলা ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হন। আহত হন ওই ভবনের বাসিন্দা, সামনের রাস্তায় থাকা বাসযাত্রী, পথচারীসহ শতাধিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত চারশোর ও বেশি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রাতে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণ, তা বলা সম্ভব নয়।