শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

প্রাইভেটকারে ইয়াবা নিয়ে যাওয়ার পথে পিবিআইয়ের এসআই র‌্যাবের হাতে ধরা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ জুন, ২০২১ ২:০১ : অপরাহ্ণ

কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে র‌্যাবের হাতে ধরা পড়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. মাসুদ রানা নামে এক উপ-পরিদর্শক (এসআই)।

গতকাল রোববার (২৮ জুন) দুপুরে পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। তারা গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তারা গাড়ির চালকের আসনে থাকা এসআই মাসুদ রানাকে আটক করে। দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করে। র‌্যাবের উপ সহকারী পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মাসুদ রানা কক্সবাজার পিবিআইয়ে কর্মরত আছেন।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। সেসময় তারা গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তারা এসআই মাসুদ রানাকে আটক করে। পরে রাতে র‌্যাব গাড়ি, ইয়াবাসহ তাকে পুলিশে সোপর্দ করে।

কক্সবাজার পিবিআইর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত এসআই কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং রোববার তিনি একটি মামলার তদন্তের নাম করে জিডি মুলে অফিস থেকে বের হন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর দপ্তরে আমরা বার্তা পাঠিয়েছি।

জানা গেছে, অভিযুক্ত এসআই মাসুদ এর আগে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর