শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সোমবার নয়, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুন, ২০২১ ৯:৫৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। করোনা সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। আর সাত দিনের কঠোর লকডাউন শুরু হবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করা হবে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন কার্যকর করবে সরকার। আর বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন থাকবে দেশ।

এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে সোমবার থেকে কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর