মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

‘পলাতক’ হেফাজত নেতা নাছির মুনির গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ জুন, ২০২১ ৬:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দীর্ঘ দিন ধরে ‘পলাতক’ থাকা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ জুন) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম রাজনীতি সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত মার্চে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনাসহ নাছির উদ্দীন মুনিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে এতোদিন তিনি পলাতক ছিলেন।

হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে নাছির উদ্দীন মুনিরের নাম রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায়ও তার নাম রয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর