বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরাতেই পরীমনির ঘটনা সামনে আনা: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ জুন, ২০২১ ৯:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরাতেই পরীমনির ঘটনা সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের আবার সেই ডাইভারশন, আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া।’

আজ বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে এই গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতি মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, মিথ্যাচার করা -এটাই হচ্ছে তাদের (ক্ষমতাসীন দল) মূল কাজ। মানুষের সঙ্গে প্রতারণা করা, খেলা-এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব। এ রকম কৌশল করেই তারা সমস্ত জাতিকে দমন করে রাখছে। তারা প্রতারক সরকার, জনগণের সঙ্গে প্রতারণা করেই এভাবে ক্ষমতায় বসে আছে।’

জনগণকে বিভ্রান্ত করার কারণ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন যখন দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য, তার মুক্তি নিয়ে কথা উঠছে, যখন দেশের গণতন্ত্র নিয়ে কথা উঠছে, যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা নিয়ে কথা উঠছে, তখন আবার একটা এদের (পরীমনি) নিয়ে ডাইভারশন করা হচ্ছে।’

চিত্রনায়িকা পরীমনির দায়েরকৃত মামলা প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমি জানি না কী সত্য, কী ঘটনা, না ঘটনা। কিন্তু এই ঘটনাটা দেখে মনে হয়েছে যে, এভরিথিং ইজ পসিবল ইন দিস কান্ট্রি। মামলা করলো একটা আর আরেক ঘটনার অপরাধের দায়ে তাকে গ্রেপ্তার করে ৮ দিন রিমান্ডে নেয়া হয়েছে। আমি বুঝিনি, সত্যি বলছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আপনারা মামলা করলেন ধর্ষণ এবং হত্যার চেষ্টা। আর তাকে (আসামি নাসির উদ্দিন) যখন নিয়ে যাচ্ছেন রিমান্ডে কী জন্য যে, তার কাছে মাদক পাওয়া গেছে। যেখান থেকে তাকে অ্যারেস্ট করেছে সেই বাড়িটিও তার নয়, এটা আরেক জনের বাসা। আমার কাছে এসব বোধগম্য নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে অনেক প্রশ্ন এসছে। তাহলে কি শুধুমাত্র ক্ষমতাসীনরা, ক্ষমতাধারীরা যা চাইবেন তাই হবে? এই প্রশাসন যাকে ইচ্ছা, যাকে খুশি তাকেই তুলে নিয়ে যাবে। তার সম্মান, ইজ্জত, তার পরিবারের কাছে ইজ্জত, সমাজের কাছে ইজ্জত সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে।’

সরকার কোনো বিরোধী দলই চায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিএনপির সঙ্গে একসঙ্গে বাস করা যায় না। তার এই বক্তব্যে তাদের আসল যে চরিত্র, তাদের আসল যে মানসিকতা সেটা বেরিয়ে এসেছে। তারা শক্তিশালী বিরোধী দল তো দূরের কথা, কোনো বিরোধী দলই চায় না। তার এই বক্তব্য থেকে সেটাই প্রমাণিত হয়েছে।’

১৬ জুনকে বাংলাদেশের কলঙ্কময় দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকটি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়ে সেদিন প্রথমবারের মতো গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয়বার এখন চলছে। আওয়ামী লীগের রসায়নের সঙ্গে গণতন্ত্র যায় না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর