সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম কলেজের হোস্টেলে ছাত্রলীগের ‘মাদকের আসর’, রামদাসহ যুবক আটক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ জুন, ২০২১ ৭:২৪ : অপরাহ্ণ

চট্টগ্রাম সরকারী কলেজের হোস্টেলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মাদকের আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বন্ধ থাকা শেরে বাংলা হোস্টেল থেকে রামদাসহ বহিরাগত এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা। সৌরভ সাহা নামে ওই যুবককে আটকের জেরে দুপুর পৌনে ১টার দিকে প্যারেড কর্ণার কেয়ারি শপিংয়ের সামনে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন-ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল সাইমন (২৩), গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের আবু তোরাব (২২), চতুর্থ বর্ষের সাফায়েত হোসেন রাজু (২৪) এবং ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল মালেক রুমি। এরা সবাই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম কলেজ থেকে সাতকানিয়ার বাসিন্দা সৌরভ দাশকে রামদাসহ আটক করে থানায় নেওয়া হলেও চকবাজার থানার পুলিশ কর্মকর্তারা এ নিয়ে লুকোচুরির আশ্রয় নিয়েছেন।

চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম রাজনীতি সংবাদের কাছে দাবি করেন, চট্টগ্রাম কলেজ থেকে আমরা কোনো যুবককে আটকই করিনি।

চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চকবাজার থানার ওসি আলমগীর মাহমুদ সৌরভ সাহাকে আটকের বিষয়টি স্বীকার করলেও তার কাছ থেকে কোনো রামদা উদ্ধার করা হয়নি বলে দাবি করেন।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ না করলে তো মামলা হবে না।’

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি রাজনীতি সংবাদকে বলেন, ‘আমি ফেসবুকে দেখেছি, কলেজ থেকে এক যুবককে পুলিশ রামদাসহ আটক করে নিয়ে যাচ্ছে।’

আটক সৌরভ সাহাকে নিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ রাজনীতি সংবাদকে অভিযোগ করে বলেন, ‘মাহমুদুল করিমের নেতৃত্বে শেরে বাংলা হোস্টেলে প্রতিদিন মাদকের আসর বসে। বহিরাগত সৌরভ সাহা তার অনুসারী। সে হোস্টেলে মাদক সেবন করতে এসেছিলো। আমার কর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এর জেরে মাহমুদুল করিমের অনুসারীরা প্যারেড কর্ণারে আমার কর্মীদের ওপর হামলা চালায়।’

সুভাষ মল্লিক সবুজ বলেন, ‘আমরা অনেক দিন ধরে এটার প্রতিবাদ করে আসছিলাম। কলেজ কর্তৃপক্ষকেও জানিয়েছি। পাঁচ দিন আগে কলেজের অধ্যক্ষ মাহমুদুল করিমকে ডেকে হোস্টেলে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দেন।’

কিন্তু মাহমুদুল করিম রাজনীতি সংবাদের কাছে দাবি করেন, সৌরভ সাহা তার অনুসারী নয়, সুভাষ মল্লিকের কর্মী। সৌরভ সাহাকে রামদাসহ আমার কর্মীরা পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করছি।

মাহমুদুল করিম রাজনীতি সংবাদের কাছে পাল্টা অভিযোগ করে বলেন, ‘সুভাষ মল্লিক বহিরাগত লোকদের নিয়ে হোস্টেলে মাদকের আসর বসায়, অবৈধভাবে রাত্রি যাপন করে। অসামাজিক কার্যকলাপ করে।’

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরীর রাজনীতি সংবাদকে বলেন, ‘হোস্টেলের পশ্চিম গেইট দিয়ে বহিরাগত লোকজন প্রবেশ করতো। আজকের ঘটনার পর সেটা সিলগালা করে দিয়েছি।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাঁচ দিন আগে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে ডেকে বলেছি, হোস্টেলে সিলেটের এমসি কলেজের মতো কোনো ঘটনা যাতে না ঘটে। তোমরা আমাকে বিব্রত না করলে খুশি হবো।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর