নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৪ জুন, ২০২১ ৯:৪৫ : পূর্বাহ্ণ
রাঙামাটির জুড়াছড়িতে পার্থ মণি চাকমা (৫৪) নামের এক কার্বারি বা গ্রামপ্রধানকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা।
রোববার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লুলাংছড়ি এলাকায় তার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
জুরাছড়ি থানার ওসি মো. শফিউল আজম জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রাম প্রধানকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে। বর্তমানে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এ ঘটনায় কাউকে এখনও আটক করা যায়নি।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পার্থ মণি চাকমা একটি অস্ত্র মামলার সাক্ষী হিসেবে ছিলেন। চলতি বছরের গত ১৪ মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিলো। সেদিনের সেই ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় কার্বারী পার্থ মণি চাকমা প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। সেই ঘটনার সাক্ষী থাকার কারণেই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে নিজ বাড়িতে গুলি করে পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, এলাকাটি আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত এলাকা। এ ঘটনায় তারা জড়িত থাকতে পারে।