নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২১ ২:৫১ : অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে তার চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া পোস্ট কোভিড পজিশন থেকে ভালো আছেন। তবে তার হার্ট ও কিডনির সমস্যা রয়েছে। বাংলাদেশে এ সমস্যাগুলোর চিকিৎসা সম্ভব নয়। তার দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন।’
আজ শুক্রবার (১১ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বিশেষজ্ঞরা বার বার বলছেন যে, উনার(খালেদা জিয়া) এডভান্স টিট্রমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে এডভান্স সেন্টারে যাওয়া জরুরী। আমরা সেটা বার বার বলছি।’
খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে জামিনের জন্য আদালতে যাবেন কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে। রাজনীতি থেকে শুরু করে সব কিছু হয়েছে আদালতে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সব কিছুতে ক্ষতি হয়েছে আদালতে। আর সবচেয়ে বড় যে ক্ষতি— ম্যাডামের (খালেদা জিয়া) প্রতি অবিচারটাও হয়েছে আদালতে। তাই আদালতে যেতে আস্থা কম পাই।’
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষের দাঁড়ানোর কোথাও জায়গা নেই। কোথাও যে আশ্রয় নেবে, সে জায়গা নেই। আগে মানুষের আশ্রয়ের জায়গা ছিল আদালত, সেটিও এখন নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায়, তখন আর আশ্রয়ের কোনো জায়গা থাকে না।’
উল্লেখ্য, খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে তিনি ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট অনুভব করায় গত ৩ মে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। গত ৪ জুন থেকে আবার তিনি হাসপাতালে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলরু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।