নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২১ ৪:২৪ : অপরাহ্ণ
বিএনপিকে একটি ব্যর্থ বিরোধী দল হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে না। দলটি এক যুগ ধরে প্রাণান্ত চেষ্টা করেও কর্মীদের মাঠে নামাতে পারেনি। নেতৃত্বের হটকারিতায় দলটির কর্মীরা আজ হতাশাগ্রস্থ।’
আজ শুক্রবার ( ১১ জুন) সকালে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের অর্জনে ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে বিএনপি। তাই বিএনপির মহাসচিব শুধু ঋণই দেখতে পান, কিন্তু মাথাপিছু আয় দুই হাজার ২২৭ ডলার দেখতে পান না। দেশের রেমিট্যান্স প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেখতে পায় না বিএনপি।’
‘সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতায় যেতে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দলের কর্মীদের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। তাঁদের এমন বক্তব্য একদিকে অগণতান্ত্রিক, অপরদিকে ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়। যুদ্ধের জন্য কর্মীদের ডাক দেওয়ার মধ্য দিয়ে তাঁরা আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির আভাস দিচ্ছেন কি না, তা এখন ভেবে দেখার বিষয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের মুক্তির আন্দোলনে শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন। শেখ হাসিনা অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু জনগণের অকৃত্রিম ভালোবাসায় সব রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে অকুতোভয় নির্ভীক সেনানীর মতো নিরবচ্ছিন্নভাবে পথ চলেছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সব বাধা-বিপত্তি জয় করে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বমহিমায় উজ্জ্বল। শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে ১১ মাস কারাবন্দি থাকার পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। মহামারির কারণে দিনটিতে আয়োজন সীমিত করেছে আওয়ামী লীগ।