নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২১ ১১:২০ : পূর্বাহ্ণ
ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯৪ জন। এই তিন আসনে কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন তা চূড়ান্ত হবে আগামীকাল শনিবার।
জানা গেছে, দল মনোনীত একক প্রার্থী চূড়ান্ত করতে শনিবার সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রের খবর, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা, সাংগঠনিক চ্যানেল ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। সম্ভাব্য দলীয় প্রার্থী কারা হতে পারেন, তিনি এই বিষয়ে প্রায় সিদ্ধান্তে পৌঁছে গেছেন। কাল দলের নেতাদের মতামত নিয়ে তিন আসনের দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করবেন তিনি।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক, কুমিল্লা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়। এই তিন আসনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। এর আগে ২১ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।
গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ করে আওয়ামী লীগ। একই সময়ে জমাও নেওয়া হয়। তিন আসনের মধ্যে ঢাকা-১৪ আসনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ৩৪ জন। এ ছাড়া কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন আবেদনপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১৪ আসনে প্রয়াত আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, মিনা মালেক এবং যুব মহিলা লীগ ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন মনোনয়ন ফরম কিনেছেন।
সিলেট- ৩ আসনে প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী ছাড়াও মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দীন সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ইহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমেদ প্রমুখ।
কুমিল্লা-৫ আসনে প্রয়াত আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু ও তার ছোট ভাই আব্দুল মমিন ফেরদৌস এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তিন উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করা হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।