শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

মদবাহী গাড়ি থামানোর সিগন্যাল, এএসআইকে চাপা দিয়ে মারলেন চালক!



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২১ ১:৫৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় আজ শুক্রবার (১১ জুন) ভোর চারটার দিকে একটি কালো মাইক্রোবাসকে থামার জন্য সিগন্যাল দেন এএসআই কাজী মো. সালাহউদ্দীন। চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে আনলে সালাহউদ্দীন ও কনস্টেবল মাসুম গাড়ির সামনে যান। তখন গাড়ির চালক আবারও গতি বাড়িয়ে দেন। এতে সালাউদ্দীন ও মাসুম ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে যান।

সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসুম।

নিহত সালাউদ্দিন চাঁদগাও থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর এলাকার কাজী নাদের জামানের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত কনস্টেবল মাসুমের উদ্ধৃতি দিয়ে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান রাজনীতি সংবাদকে এ তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের আরেকটি টিম ধাওয়া দিয়ে চান্দগাঁও বোর্ড স্কুলসংলগ্ন এলাকা থেকে কালো মাইক্রোবাসটিকে (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) আটক করে। গাড়িটি থেকে ৭৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

ওসি জানান, চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন এএসআই সালাউদ্দিন। একটি কালো মাইক্রোবাসে করে পার্বত্য এলাকা থেকে চোলাই মদ চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে-গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানতে পেরে সালাউদ্দিন চান্দগাঁও থানাধীন মেহেরাজ খান ঘাটা পেট্রল পাম্পের সামনে গাড়িটি আটকের চেষ্টা করেছিল। মাইক্রোবাসটির ধাক্কায় সালাউদ্দীন মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। মাসুমও আঘাত পান।

এ ঘটনায় গাড়ির মালিক, জড়িত ড্রাইভার ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর