সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা: কাদের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ জুন, ২০২১ ১:৪৫ : অপরাহ্ণ

বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা-এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিএনপিই গণতন্ত্রকে হত্যা করেছিল।’

আজ বুধবার (৯ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

‘১৯৭৮ সালে সামরিক উর্দি পরে অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে সরিয়ে কে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে রাষ্ট্রপতি হয়েছিল?’-এই প্রশ্ন রেখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র।’

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে-বিএনপি নেতাদের এমন ‘নির্লজ্জ’ বক্তব্য শুনলে ‘জনগণ হাসে’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, ‘১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন কোন গণতন্ত্র?’

বিএনপি ২০০৬ সালে এক কোটি ২৫ লাখ ভুয়া ভোটার দিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে চেয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিচারপতিদের বয়স বাড়িয়ে বিএনপি দলীয় ব্যক্তি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে ওয়ান ইলেভেনের প্রধান কারণ সৃষ্টি করেছিল।’

ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, ‘বিএনপি কি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখেছে?’

ওবায়দুল কাদের বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সরকার রাজপথে সমুচিত জবাব দেবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর