শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ (ভিডিও)



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ জুন, ২০২১ ১০:০১ : অপরাহ্ণ

রাস্তায় জনসংযোগের সময় এক যুবকের হাতে থাপ্পড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে গেছে।

আজ মঙ্গলবার (৮ জুন) ম্যাঁক্রো দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ড্রোম অঞ্চলে পূর্বনির্ধারিত সরকারী সফরে যান। সেখানে এমন অপ্রত্যাশিত এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট ব্যারিকেডের বাইরে থাকা জনতার সঙ্গে হাত মেলাতে গেলে উল্টো দিক থেকে সবুজ টি-শার্ট পরা এক যুবক আচমকা তাকে সজোরে চড় মারেন। ওই ব্যক্তি তখন ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ বলে চিৎকার করছিলেন।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী ম্যাক্রোঁকে দ্রুত সরিয়ে নেন। পরে আবার জনগণের সাথে কথা বলতে দেখা যায় তাকে।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কেন তিনি এই ঘটনা ঘটালেন তাও স্পষ্ট নয় বলে জানা গেছে।

ঘটনার পর প্রেসিডেন্টকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সের রাজনীতিবিদরা। ঘটনার পর টুইটারেও প্রতিবাদ জানিয়েছেন অনেকে।

ঘটনার প্রতিবাদে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে, তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুড়েছিল। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

সূত্র: বিবিসি, ডেইলি এক্সপ্রেস

https://twitter.com/NewsUpdatesIND/status/1402269646083047425?s=20

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর