বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

৪টি শূন্য আসন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউপিতে তফসিল ঘোষণা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২১ ৫:২০ : অপরাহ্ণ

চারটি শূন্য সংসদীয় আসন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর। উপ নির্বাচন ও পৌরসভায় ভোট হবে ইভিএম পদ্ধতিতে। আর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ব্যালট পেপারে।

আজ বুধবার (২ জুন) এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, লক্ষ্মীপুর-২ আসন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা এবং ৩শ’ ৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন। এছাড়া সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ শূন্য আসনে উপ নির্বাচন হবে ১৪ জুলাই।

নির্বাচন কমিশন সচিব জানান, লক্ষ্মীপুর-২ আসন ছাড়া বাকি তিন শূন্য আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। গত ১১ এপ্রিল ৩শ’ ৭১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর