রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

ছাত্রদলের দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি, এ্যানির থাপ্পড়ে শান্ত হলেন কর্মীরা!


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল। সংঘর্ষের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ১৫ মিনিটের ব্যবধানে তিনবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মঞ্চ থেকে নেমে ছাত্রদলের বেশ কয়েকজনকে কর্মীকে থাপ্পড় দিলে পরিস্থিতি শান্ত হয়।

আজ বুধবার (২ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, সভা চলাকালে সামনে বসা নেতা-কর্মীরা প্রায়ই স্লোগান দিতে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এতে পেছনে বসা নেতা-কর্মীদের অসুবিধা হওয়ায় সামনের কর্মীদের বসতে বলা হয়। এ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাঈদ মাহমুদ ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিজানুর রহমানের অনুসারীরা একে অপরের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে মঞ্চে থাকা বিএনপি’র সিনিয়র নেতাদের ধমকে উভয় পক্ষ শান্ত হয়।

কিছুক্ষণ পর আবারও উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মঞ্চ থেকে নেমে এসে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ছাত্রদলের বেশ কয়েকজনকে কর্মীকে থাপ্পড় দিলে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

প্রেসক্লাবের দায়িত্বরত কর্মচারীরা জানান, ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মিলনায়তনে ২০ থেকে ৩০টি চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আপনাদের ভরসা করে আমরা বসে আছি। আপনাদের শৃঙ্খলা না থাকলে খালেদা জিয়াকে কে মুক্ত করবে? তারেক জিয়াকে কে ফেরত আনবে? সংকটের এই সময়ে সবচেয়ে যে সাহসী ভূমিকা রাখবে, সে–ই আমাদের নেতা।’

সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘ছাত্রসংগঠনের নেতা-কর্মী হিসেবে আমাদের যেখানে শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল, তা আমরা করতে পারি না। এ জন্য আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা অঙ্গীকার করছি, সরকারের পতন ঘটিয়ে তারেক জিয়াকে দেশে ফেরত আনবো। খালেদা জিয়াকে মুক্ত করবো।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর