শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সীমান্তের যে সাত জেলায় লকডাউনের সুপারিশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ মে, ২০২১ ১১:৪৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এ সুপারিশ করা হয়েছে।

লকডাউনের সুপারিশকৃত সীমান্তবর্তী সাত জেলা হলো-নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

গতকাল শনিবার (২৯ মে) এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি এসব জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

আজ রোববার (৩০ মে) বিকেলে মন্ত্রণালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এসব জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এদিকে করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৪ মে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে।

দেশের প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। আজ লকডাউন বাড়ানোর ঘোষণা আসতে পারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর