নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৯ মে, ২০২১ ১:০১ : অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া সিএন্ডবি বাইপাস সড়কের সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতরাতে পুলিশ নিউ গ্রাম বাংলা পরিবহনের বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ৬ জনকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করা হয়।
এ ঘটনায় আজ শনিবার (২৯ মে) সকালে ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেছেন।
ঘটনার শিকার তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন-ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের মো. আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনা এলাকার সাজু (২০), বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার সুমন (২৪) ও একই এলাকার সোহাগ (২৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের সাইফুল ইসলাম (৪০) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার মনোয়ার (২৪)।
তারা সবাই তুরাগ থানার কামারপাড়া ভাসমান এলাকায় ভাড়া থেকে আবদুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতেন।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ভিকটিম তরুণী মানিকগঞ্জ থেকে নারায়ণগঞ্জের বাসে উঠেছিলেন। কিন্তু রাত আটটার দিকে নবীনগর বাস স্ট্যান্ডে তাকে নামিয়ে দেয়া হয়। এরপর তিনি নিউ গ্রাম বাংলা পরিবহন নামে একটি বাসে উঠেন টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে। পথে আশুলিয়া গরুর হাট এলাকার আগেই ওই বাসের অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর বাসটি আবার নবীনগরের দিকে নিয়ে যাওয়া হয়। পথে বাসের দরজা জানালা বন্ধ করে তাকে ধর্ষণ করে চালক ও হেলপারসহ অন্যরা।
রাত প্রায় এগারটার দিকে আশুলিয়া ব্রিজ এলাকায় বাইপাস সড়কে বাসটিকে সন্দেহ হলে টহল পুলিশ ধাওয়া করে। এক পর্যায়ে বাসটিকে থামাতে সক্ষম হয় পুলিশ।
পরে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছয়জনকে বাসসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ বলছে, ওই তরুণী মানিকগঞ্জে তার বোনের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জে নিজের বাসায় ফেরার জন্য তিনি বাসে ওঠে এ ঘটনার শিকার হন।
এর আগেও চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একটি চলন্ত বাসে একজন তরুণীকে গণধর্ষণের পর তাকে ঘাড় মটকে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেয়ার ঘটনা দেশজুড়ে মারাত্মক আলোড়ন সৃষ্টি করেছিল।