মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

রাষ্ট্রপক্ষ রোজিনার জামিনের বিরোধিতা করেনি: তথ্যমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ মে, ২০২১ ৫:৪২ : অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনে সন্তোষ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আপনারা দেখেছেন, রাষ্ট্রপক্ষ জামিনের কোনো বিরোধিতা করেনি অর্থাৎ রাষ্ট্রপক্ষ চেয়েছে তার জামিন হোক।’

আজ রোববার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএফইউজে, জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, ডিআরইউ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং বিএসআরএফের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘ঘটনাটি অবশ্যই অনভিপ্রেত ছিল এবং আপনারা মনের ক্ষোভ প্রকাশ করেছেন। এখন জামিন হয়েছে, সুতরাং অবশ্যই আপনারা আবার আগের মতো পেশাগত কাজে ফেরত যাবেন সেটিই আমার প্রত্যাশা। আমাদের কাজ করতে হবে, একই সঙ্গে আইনও মানতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমি যদি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অফিসে গিয়ে তাদের অনুমতি ছাড়া তাদের কোনো গোপন নথি থেকে কোনো কাজগপত্র নিই, সেটি নিশ্চয়ই বেআইনি এবং অপরাধ। সেক্ষেত্রে নিশ্চয়ই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। কী ঘটেছিল সেটি তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য হলো- এ ধরনের ঘটনা ঘটেছিল তাই তারা মামলা করেছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, তাই প্রথমে থেকেই বিষয়টিকে সেভাবে দেখার জন্য অনুরোধ করেছি। নিরপেক্ষ তদন্ত যেন হয় সে বিষয়ে সচেষ্ট থাকব। তার (রোজিনা) সঙ্গে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি পক্ষ সবসময় ঘাপটি মেরে থাকে। কোনো ইস্যু পেলে সেটিকে আন্তর্জাতিকীকরণের অপচেষ্টা করে এবং তা পুঁজি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তিকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের কোনো কর্মকাণ্ড যেন তাদের হাতে হাতিয়ার তুলে না দেয়। এবং একইসাথে কোনো সাংবাদিক যাতে ভবিষ্যতে হেনস্তার শিকার না হয়, সেবিষয়েও আমরা সবসময় সচেষ্ট থাকবো।’

মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. আব্দুল মজিদ, ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস, বিজেসি সদস্য সচিব শাকিল আহমেদ, সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর