শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

বিমান বিধ্বস্ত হয়ে ১০ কর্মকর্তাসহ নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ মে, ২০২১ ৯:০১ : পূর্বাহ্ণ

নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। একটি সামরিক বিমানে বিধ্বস্ত হয়ে তিনি প্রাণ হারান। এ সময় বিমানে থাকা ক্রুসহ ১০ সেনা কর্মকর্তা নিহত হন।

শুক্রবার (২১ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনাটি ঘটে।

নাইজেরীয় সামরিক বাহিনী বলছে, সেনাপ্রধানকে বহনকারী বিমানটি সরকারি সফরে যাওয়ার পথে কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে ল্যান্ড করার চেষ্টা করছিল।

সেনাপ্রধান ও কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

৫৪ বছর বয়সী জেনারেল আত্তাহিরু গত জানুয়ারিতে সেনাপ্রধানের দায়িত্ব পান। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে সশস্ত্র ইসলামী জিহাদি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর একটি বিমান। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের সাত আরোহী নিহত হন।

সূত্র: রয়টার্স ও বিবিসি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর