বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

করোনায় মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে ভারত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ মে, ২০২১ ১২:৩৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতে দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন।

গত মঙ্গলবার (১৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জনসহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি ছাড়াল। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩ লাখ ৫৩ হাজার ৭৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যুতে ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনায় আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২২০ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতায় সামান্য কমেছে সংক্রমণ। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯৯ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর