রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ মে, ২০২১ ১১:১১ : পূর্বাহ্ণ
সপ্তম দিনের মতো গাজা ও পশ্চিমতীরে ইসরায়েলের বোমা হামলা চলছে। আজ রোববার (১৬ মে) সকালেও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে। গাজায় হামাস প্রধানের বাড়িতেও বোমাবর্ষণ করেছে ইসরায়েল।
গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, গাজায় যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত হামলা চালিয়ে যাবো। তার এই ঘোষণার পর পরই গাজায় নতুন করে হামলার এই খবর পাওয়া গেল।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর বার্তার বিপরীতে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, ‘প্রতিরোধ জারি থাকবে।’
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, গাজায় চালিয়ে আসা ইসরায়েলি বিমান ও গোলা হামলায় এখন পর্যন্ত অন্তত ১৪৯ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪১ শিশু রয়েছে। অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের ছোঁড়া রকেট ধ্বংস করতে ইসরায়েল তাদের ক্ষেপনাস্ত্র বিধ্বংসী পদ্ধতি আয়রন ডোম ব্যবহার করছে।
গতকাল ফিলিস্তিনের এক শরণার্থী শিবিরে ইসরায়েলের মিসাইল হামলায় আট শিশুসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ১২তলা একটি ভবনও গুঁড়িয়ে দেয়। যেখানে আলজাজিরা ও বার্তা সংস্থা এপিসহ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় ছিল।
ফিলিস্তিন ও ইসরায়েলে সহিংসতা ছড়িয়ে পড়া নিয়ে আজ (বাংলাদেশ সময় সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্র: আলজাজিরা