নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ মে, ২০২১ ১১:২৬ : পূর্বাহ্ণ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংসতায় উস্কানি ও ইন্ধনের অভিযোগে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান।
রাজনীতি সংবাদকে এই পুলিশ কর্মকর্তা জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় উস্কানিদাতা হিসেবে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ২৬ ও ২৭ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনায় দায়েরকৃত অন্তত ৬টি মামলায় শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আগে ১৫টির বেশি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি জামিনে আছেন।