শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

চীন থেকে এলো ৫ লাখ করোনার টিকা



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১২ মে, ২০২১ ১১:৪৫ : পূর্বাহ্ণ

বাংলাদেশকে চীনের দেয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (১২ মে) ভোর ৫টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই টিকা হস্তান্তর করেন।

এর আগে, টিকা আনতে গতকাল সকাল ৮টা ১২ মিনিটে বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেয়।

২০২০ সালের শুরুর দিকে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস বিবিআইবিপি-করভি নামের নিষ্ক্রিয় করোনাভাইরাসের একটি টিকা তৈরি করে, যা সিনোফার্ম নামেও পরিচিত।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি ব্যবহারের জন্যে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ প্রথমে অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা অনুমোদন দিয়েছিল। ভারতের মাধ্যমে এই টিকার ৩ কোটি ডোজ আনতে আগাম টাকা দিয়েছিল। ভারতে করোনার প্রকোপ বাড়ায় চুক্তির ৭০ লাখ টিকা দেয়ার পর সেটি বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ প্রথম ডোজের টিকা দেয়ার পর দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে বিপাকে পড়ে। পরে রাশিয়ার টিকা অনুমোদন দেয়া হয়। সেগুলো আসার প্রক্রিয়ায় আছে।

পরে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর