শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

এনজিওকর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বাবুলের: মিতুর বাবা



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১২ মে, ২০২১ ২:৪৫ : অপরাহ্ণ

বাবুল আক্তারের সঙ্গে এক এনজিও নারী কর্মীর পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানিয়েছেন চট্টগ্রামে খুন হওয়া মাহমুদা খানম মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। তিনি বলেন, বিষয়টি জানাজানি হওয়ায় তার মেয়ের সঙ্গে বাবুলের ঝগড়া হয়। মৃত্যুর আগে মিতু বিষয়টি তাদের জানিয়েছিলেন।

আজ বুধবার (১২ মে) বেলা দুইটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করার পরে মোশাররফ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

মোশাররফ হোসেন জানান, মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়েছে। বাকি সাতজনের নাম আগের মামলায় পুলিশের তদন্তে এসেছিল।

আসামিরা হলেন-বাবুল আক্তার, কামরুল সিকদার মুসা, এহতেশামুল হক ভোলা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাজু ও মোহাম্মদ কালু।

মোশাররফ হোসেন বলেন, ২০১৩ সালে বাবুল যখন কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন, তখন এনজিওর এক নারী মাঠকর্মীর সঙ্গে তার সম্পর্ক হয়। বিষয়টি মিতু জানতে পারলে ঝগড়া হয়। পারিবারিকভাবে তারা বিষয়টি সমাধানেরও চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। বাবুলের পরিকল্পনায় আসামিরা তার মেয়েকে হত্যা করেন।

মামলা করতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে মিতুর বাবা বলেন, বাবুলের বিষয়ে তিনি পরে নিশ্চিত হয়েছেন। একই ঘটনায় দুটি মামলা হয় না। পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরে তিনি মামলা করেছেন।

আরও পড়ুন:

মিতু হত্যার ঘটনায় নতুন মোড়, স্বামী বাবুল আক্তারকে আসামি করে মামলা

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/05/11/%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর