রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ মে, ২০২১ ৯:৪০ : অপরাহ্ণ
সৌদি আরব, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। আগামী ১৩ মে বৃহস্পতিবার এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে সৌদি আরবে এবারের ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে দীর্ঘ এত বছর ধরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হতো।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
আজ মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস।
বুধবার (১২ মে) হবে রমজান মাসের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৩ মে) এসব দেশে ঈদুল ফিতর উদযাপন করবে।