শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি, ১৫ শ্রমিক গুলিবিদ্ধ



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১০ মে, ২০২১ ৩:১৫ : অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে হামিম গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে আটটা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। গুলিবিদ্ধ ১৫ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকালে তাদের কর্মস্থলে এসে যোগদান করেন। পরে মালিক পক্ষ থেকে তিনদিনের ছুটি ঘোষণা করতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে গার্মেন্টস থেকে বাহির হয়ে ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে পুলিশ।

এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হয়। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর