শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

করোনা আক্রান্ত হয়ে এ কী বললেন তসলিমা নাসরিন!



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ মে, ২০২১ ৪:৩০ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এক টুইটে নিজেই একথা নিশ্চিত করেছেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, এক বছর ধরে তিনি বাড়ির বাইরে যান নি, বাইরে থেকেও কেউ তার বাসায় আসে নি, তারপরও করোনায় আক্রান্ত হলেন!

ইংরেজিতে লেখা তসলিমার টুইটটির হুবহু বাংলা অনুবাদ:

‘এক বছরেরও বেশি সময় ধরে আমি বাড়ির বাইরে পা রাখিনি। কাউকে বাড়িতেও আসতে দেইনি। একটা বিড়ালের সঙ্গে বাড়িতে আমি একা ছিলাম। তারপরও আমি করোনায় আক্রান্ত হলাম। যদি জানতে পারতাম কিভাবে সংক্রমিত হলাম!’

প্রসঙ্গত, গত বছর মহামারী শুরু সময় দিল্লির নিজামুদ্দিনে হওয়া তাবলিগ জামাতের সম্মেলনকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছিলেন তসলিমা নাসরিন। তাবলিগ জামাতকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিলেন বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা।

টুইটে তসলিমা নাসরিন দাবি করেন, ‘তাবলিগ জামাত একটি ইসলামি কট্টরপন্থীদের আন্দোলন। ১৯২৬ সালে হরিয়ানার মোয়াতে এটি শুরু হয়। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকাস্তান তবলিঘি জামাতকে নিষিদ্ধ করেছে। এটির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে। তাবলিগের বেপরোয়া কাণ্ডকারখানার জন্য বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, হবেনও অনেকে। প্রায় এক শতাব্দী ধরে এরা দুনিয়ায় অজ্ঞতা ও কট্টরপন্থ ছড়িয়ে আসছে। এদের নিষিদ্ধ করা উচিত।’

উল্লেখ্য, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ১৯৯৪ সাল থেকে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে আছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর