নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৪ মে, ২০২১ ১২:০১ : পূর্বাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চায় পরিবার।
দলীয় সূত্রের খবর, সোমবার (৩ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার ভাই শামীম ইস্কাদার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সর্বশেষ অবস্থা জানান। এ সময় তারা সরকারের অনুমতির বিষয়েও কথা বলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্বাসকষ্টের কারণে আজ বিকেলে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) স্থানান্তর করা হয়।
জানা গেছে, বিকেল পৌনে পাঁচটার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে বের করে কার্ডিও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে তাকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছে। ভোরের দিকে বেগম জিয়া শ্বাসকষ্ট অনুভব করেন। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে। ম্যাডামের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখানকার চিকিৎসকরা সংঘবদ্ধভাবে চেষ্টা করছেন। দেশি-বিদেশি কনসালটেন্ট আছেন, তাদের পরামর্শেই পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।
খালেদা জিয়াকে দেখে এসে ডা. জাহিদ বলেন, করোনারি কেয়ার ইউনিটে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেন রোগীরা। ম্যাডাম স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।