শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

হারলেও মুখ্যমন্ত্রী হতে বাধা নেই মমতার



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ মে, ২০২১ ১:২২ : পূর্বাহ্ণ

বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয় বার তারা সরকার গঠন করতে চলেছে। কিন্তু নন্দীগ্রামে বহু নাটকীয়তার পর হেরে গেছেন মমতা। এখন প্রশ্ন উঠেছে, তৃণমূল নেত্রী মমতা আবার মুখ্যমন্ত্রী হতে পারবেন কি-না, তা-নিয়ে।

এ প্রশ্নের উত্তর রয়েছে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৬৩ এবং ১৬৪ ধারাতেই। সে অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তার দলীয় আইনপ্রণেতারা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু এ সময়ের পর থেকে ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে কোনো একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতেই হবে তাকে। যদি তিনি এ সময়ের মধ্যে নির্বাচিত হয়ে আসতে না পারেন, তাহলে আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না।

তাই ৬ মাস সময়ের মধ্যে তার দলের কোনো আইনপ্রণেতা যদি নিজের আসন ছেড়ে দেন এবং সেই আসনে মমতা নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে তিনি অব্যাহতভাবে দায়িত্ব পালন করে যেতে পারবেন।

রোববার (২ মে) ভোট গণনার শুরুর দিক থেকেই নন্দীগ্রাম আসনে এগিয়ে ছিলেন মমতা ব্যানার্জির এক সময়ের শিষ্য বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনো তিনি এগিয়ে যান, আবার কখনো মমতা ব্যানার্জি। এর মধ্যে সন্ধ্যায় ঘোষণা আসে যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসনে ১ হাজার ২০১ ভোটে জিতেছেন। পরে জানানো হয়, গণনার ১৭ এবং শেষতম রাউন্ডে কিছু ভুল হয়েছিল। মমতা ব্যানার্জি ১ হাজার ৬২২ ভোটে হেরে গেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, তখনো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের এমএলএ ছিলেন না। পরে উপনির্বাচনে জেতেন তিনি। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন তখনো তিনি উত্তর প্রদেশের এমএলএ ছিলেন না। তিনিও পরে উপনির্বাচনে জেতেন।

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/05/03/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%87/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর