শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: নন্দীগ্রামে শঙ্কা দূর করে জয়ের পথে এগিয়ে মমতা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ মে, ২০২১ ৩:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা চলছে। ভোটের গণনাতে লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। প্রতিটি রাউন্ডে রীতিমতো ওঠানামা চলছে।

গণনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থেকেই শুরু করেছিলেন। কিন্তু দুপুর গড়াতেই বদলে গেছে চিত্র। ১৫ রাউন্ড গণনা শেষে ৩৮০০ ভোটে এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দশম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১০ হাজার ভোটে এগিয়ে ছিলেন।

তৃণমূল শিবির অনেকটাই নিশ্চিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে।

মমতার একসময়কার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র শুভেন্দু অধিকারী যিনি দল বদল করে লড়ছেন বিজেপির প্রার্থী হিসাবে।

গোটা রাজ্যে গণনা চললেও সবার নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে রয়েছে তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

সূত্র: জি নিউজ বাংলা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর