শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

ঘোলা করে পানি খাচ্ছে সরকার, টিকা নিয়ে কটাক্ষ ফখরুলের



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২১ ১০:১৮ : অপরাহ্ণ

করোনা টিকা নিয়ে সরকারকে কটাক্ষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের বিকল্প উৎস খুঁজতে আমরা আগেই বলেছিলাম। কিন্তু সরকার ওই সময় এসব কথা কানে নেয়নি। এখন চীন ও রাশিয়ার টিকা আনতে চুক্তি করতে যাচ্ছে। একটা বিশেষ প্রাণী আছে যারা ঘোলা করে পানি পান করে। টিকার ক্ষেত্রে সরকারের অবস্থাও তাই।’

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুম খুনের শিকার নেতা-কর্মীদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেড় বছর আগেই বলেছিলাম, একটা উৎস থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়। অথচ সরকার সেটাই করছে তাদের নিজেদের স্বার্থে। তার ফল এখন কী হয়েছে? ভ্যাকসিন নেই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।’

করোনার টিকা নিয়ে দুর্নীতির জন্য সরকার একটি কোম্পানির সাথে চুক্তি করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা গোটা কোভিডটাকে নিয়ে ব্যবসা করেছে। টিকা পাচ্ছে না জনগণ। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে একটা আইসিইউ পায় না। অথচ দেড় বছর ধরে এ অবস্থা চলছে তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে সেদিকেই নজর তাদের। ভ্যাকসিন নিয়ে তারা শুধু একটা গ্রুপ অব কোম্পানিকে সুবিধা দেয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য চেষ্টা করে গেছে। যার ফলে কি হয়েছে, এখন ভ্যাকসিন নাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। এর জবাব অবশ্যই আওয়ামীকে দিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দানব, ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের যে অধিকারগুলো কেড়ে নিয়েছে সেই শক্তিকে সরিয়ে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই এতো ত্যাগ, এতো অশ্রু, এতো ব্যথা, এতো বেদনা।’

আওয়ামী লীগ মিডিয়া, সংসদ, নির্বাচন কমিশন তাদের মতো করে দখল করে নিয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশের ইতিহাস বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষ জয়লাভ করেছে। আমি বিশ্বাস করি, অবশ্যই আমরা এদের পরাজিত করতে সক্ষম হবো। আমাদের যারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর