রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে এমটি ইরাবতী-১ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ১ জন টেন্ডল ও ১ জন লস্কর মারা গেছেন। এছাড়া তিন জন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীর গুপ্তখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ তিনজন-সাহাবুদ্দিন (৫৮), আবু সুফিয়ান (৪৮) ও মনির হোসেনকে (৩৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে সাহাবুদ্দিন ও আবু সুফিয়ানের অবস্থা আশঙ্কাজনক। সাহাবুদ্দিনের শরীরের ৯৫ শতাংশ ও সুফিয়ানের শতভাগ পুড়ে গেছে। তাদের গ্রামের বাড়ি ফেনী সদরে বলে জানা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক নিউটন দাস জানান, জাহাজের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর জাহাজের ভেতর অবস্থান করা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বন্দরকে জানায়। পরে পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নৌবাহিনীর তিনটি ইউনিট।