শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: আবারও ভিসি ইসমাইল খান



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ এপ্রিল, ২০২১ ১:২০ : অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। এর আগে তিনি ২০১৭ সাল থেকে চার বছর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

আজ সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়।

২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এর অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ইসমাইল খানের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পোস্ট গ্রাজুয়েট অন মেডিক্যাল অ্যাডুকেশন এবং ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েট করেছেন তিনি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর