শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

মামুনুল হকসহ তিন হেফাজত নেতার ৭ দিনের রিমান্ড



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৬ এপ্রিল, ২০২১ ১:৪৫ : অপরাহ্ণ

নাশকতার দুই মামলায় হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হক এবং সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৬ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) সাদবীর ইয়াসির আহসান চৌধুরী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পল্টন থানার মামলায় চার দিনের ও মতিঝিল থানার মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে সাতদিনের রিমান্ডে শেষে তদন্ত কর্মকর্তা মাওলানা মামুনুল হককে আদালতে হাজির করে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলার বিশ দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধী করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামুনুল হককে ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানার মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

হেফাজতের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে নতুন ও পুরোনো মিলিয়ে অন্তত ২০টি মামলা রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর