নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৪ এপ্রিল, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ড. আহমেদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব। ২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হন।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ডিবির তেজগাঁও বিভাগের একটি দল হেফাজত নেতা আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে। পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় সংশ্নিষ্টতার অভিযোগ ও ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে হেফাজতের শীর্ষ ১৯ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার বিরোধিতা করে হেফাজতে ইসলাম আন্দোলনে নামে। এ সময় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসব ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় সংগঠনটির নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলায় হেফাজত নেতা-কর্মীদের গ্রেপ্তারে র্যাব-পুলিশের অভিযান অব্যাহত আছে।