রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসাইন নূরানী গ্রেপ্তার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২১ ১:৪৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

মুফতি নূর হোসাইন নূরানী খতমে নবুওয়াত আন্দোলনের আমির।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (২৩ এপ্রিল) শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুফতি নূর হোসাইন নূরানীকে হাজির করে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে বিচারক নাজনীন রেহানা তাকে জেলা কারাগারে নেওয়ার আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ এপ্রিল রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন।

এ নিয়ে গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের অন্তত ১৯ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও ঢাকা মহানগর নেতা মাওলানা সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তার হন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব খুরশিদ আলম কাসেমী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর