শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০২১ ১০:৩৮ : পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ূবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম।

র‌্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, সাম্প্রতিক সময়ে পল্টন থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা খুরশিদ আলম কাসেমী ও খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে হেফাজতের শীর্ষ ১৫ নেতা গ্রেপ্তার হয়েছেন। চলমান গ্রেপ্তারের মধ্যে গত ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। কিন্তু এই বৈঠকের পর আরও পাঁচ হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর