প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২১ ১১:৫৬ : পূর্বাহ্ণ
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক আবু তৈয়বকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। আদালত আবু তৈয়বকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আবু তৈয়ব এনটিভির খুলনা প্রতিনিধি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার নূরনগর মসজিদ সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন। ওই পোস্টে তার বিরুদ্ধে মোংলা কাস্টমসের শুল্ক ফাঁকি দেয়ার মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়। এতে সামাজিকভাবে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।