নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২১ ৬:৫০ : অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতে বৈঠক করেছিলেন হেফাজতে ইসলামের নেতারা। কিন্তু এই বৈঠকের পর আরও এক হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে তার বাসাবোর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে হেফাজতে ইসলামের ১০ নেতা গ্রেপ্তার হলেন। এর আগে গত রোববার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
https://rajnitisangbad.com/2021/04/20/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d-3/