রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মামুনুল হক তেজগাঁও থানায়, চলছে জিজ্ঞাসাবাদ



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২১ ৩:০৫ : অপরাহ্ণ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে আজ রোববার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মামুনুল হককে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেওয়া হয়। কিছুক্ষণ পর তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়।

এই বিষয়ে তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ তার কার্যালয়ে বিফ্রিংয়ে সাংবাদিকদের বলেন, ২০২০ সালে মোহাম্মদপুরে ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে মতিঝিল, পল্টন ও নারায়ণগঞ্জে। পরে সেগুলো সমন্বয় করা হবে। আগামীকাল সোমবার মামুনুলকে আদালতে তোলা হবে।

এক প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, মামনুল হককে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল।

মামুনুল হক বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গত ২৬ মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মামুনুলের সংশ্লিষ্টার অভিযোগে মামলা হয়। পল্টন থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলার অন্যতম আসামি তিনি।

এছাড়া গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সেক্রেটারি মামুনুল হককে ‘নারীসহ অবরুদ্ধ’ করার ঘটনা ঘটে। যদিও ওই নারীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেন মামুনুল হক। ওইদিন সন্ধ্যায় রিসোর্ট থেকে তাকে ছিনিয়ে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান হেফাজকের কর্মী-সমর্থকরা। এ সময় তারা রিসোর্ট, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়-বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগ করেন তারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর