শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

‘ইলিয়াস আলী গুমের পেছনে সরকার জড়িত নয়’, এটা কটাক্ষ করে বলেছি: মির্জা আব্বাস



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ

বিএনপি নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার পেছনে সরকার জড়িত নয়-এ বক্তব্যের ব্যাখ্যায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, তিনি এ কথা সরকারকে কটাক্ষ করে বলেছেন।

আজ রোববার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসবভনে ইলিয়াস আলী ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গণমাধ্যমে তার বক্তব্য কাটপিস করে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে এ আলোচনা সভায় মির্জা আব্বাস বলেছিলেন, ‘আমি জানি আওয়ামী লীগ সরকার ইলিয়াছ আলীকে গুম করেনি। তাহলে গুম করল কে?’

আজ সংবাদ সম্মেলন মির্জা আব্বাস দাবি করেন, তার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করে যারা যেভাবে পেরেছে লিখেছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমি একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমি কেনো বলবো, ‘আমি জানি সরকার জড়িত নয়’-এটা কটাক্ষ করে বলেছি, তাহলে সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে? সরকারকেই জবাব দিতে হবে। সরকারের সময় জলজ্যান্ত ইলিয়াস গুম হয়ে গেলো, সরকার জানে না। কিন্তু কে করলো গুম, আমি একথা বলতে চেয়েছি।’

মির্জা সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) এতো উচ্চশিক্ষিত, আমার এই কথাটি বুঝতে না পারেন? সরকার করলো না, তাহলে কে করেছে গুম? আমি করেছি? আপনারা বের করতে পেরেছেন? এটা কটাক্ষ। এটা বুঝতে হবে।’

তিনি বলেন, ‘শুধু ইলিয়াস গুম না, সালাউদ্দিনকে পাচার করা হয়েছে। চৌধুরী আলমকে গুম করা হয়েছে। এরকম আরো হাজার-হাজার বিএনপির নেতাকর্মীকে গুম করা হয়েছে। কে করলো, হাওয়া হয়ে গেলো?’

মির্জা আব্বাস বলেন, ‘আমি বলতে চেয়েছি-আমার দলের মধ্যে ‘যদি’ কেউ থাকে শয়তান টাইপের, এদের দল থেকে বাছাই করা দরকার।’

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে আপনারা আর টুইস্ট করে কোনো নিউজ লিখবেন না। আমি বুঝলাম না, এতো লোক থাকতে কেন আমাকে টার্গেট করা হলো? এটা একটা অশুভ লক্ষণ।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর