রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

‘যারা আ.লীগ করে তারা মুসলমান নয়’ বলায় ভিপি নুরের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২১ ১১:৫২ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘যারা আওয়ামী লীগ করে তারা কেউ মুসলমান নয়’-ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের এমন বক্তব্যে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলার একমাত্র আসামি নুর।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার (১৪ এপ্রিল) নূর ফেসবুক লাইভে এসে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’ এমন বক্তব্যে আওয়ামী লীগ সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি রজু করার আবেদন করা হয়েছে।

বুধবারের লাইভে আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের সমালোচনা করে নুর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মুসলমান না। তাদের কোনো বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি-না। তারা শরিয়াহ ও সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।’
এ সময় তিনি আওয়ামী লীগ সমর্থকদের ‘চাঁদাবাজ’, ‘মাদক চোরাকারবারি’, ‘ধোঁকাবাজ’, ‘বাটপার’ বলেছেন। ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়েন, কিন্তু কখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না’ উল্লেখ করেন নুর।

লাইভে তিনি আরও বলেন, ‘তারা ঘুষ নেয়, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং টেন্ডার ব্যবসা করেন। আবার নিজেদের মুসলমানও দাবি করেন। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারেন না। যারা আওয়ামী লীগ সমর্থন করেন, তারা প্রকৃত মুসলমান নয়।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর